কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে হুসাইন তুষার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ (রোববার, ১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের পাশে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক তুষার অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা যায়। সহপাঠীদের হয়রানিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
তাকে আটক করার সময় শিক্ষার্থীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’-সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুষারকে ইবি থানায় হস্তান্তর করে। তুষার জানান, তিনি অনার্স শেষ বর্ষের পরীক্ষা শেষ করে মাস্টার্সের ক্লাস করতে এসেছিলেন।
আরও পড়ুন:
ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘তুষার নামে এক শিক্ষার্থীকে আটক করে আমাদের কাছে দেয়া হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘তুষার নিজেই নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’





