আজ (বৃহস্পতিবার ৮, জানুয়ারি) বেলা ৩টা নাগাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশনস বিভাগের পরিচালক মো. বশির আহমেদ।
ব্রিফিংয়ে বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৭৯ বোতল বিদেশি মদ, ১৩২ লিটার ভেজাল মদের কেমিক্যাল এবং ১৬৬টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া অপর এক অভিযানে রাজধানীর ওয়ারির এক বাসা থেকে অপ্রচলিত মাদক কুশের একটি আধুনিক ল্যাবের সন্ধান পাওয়া গেছে। ২টি অভিযানে মোট ৩ জনকে আটক করে ২টি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।





