পোস্টে বলা হয়, শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, একটি গ্যাস মাস্ক, একটি হার্ড ড্রাইভ ও একটি হোলস্টারসহ হোলস্টারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
একই রাতে আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বলাইবাড়ি এলাকায় আরেকটি অভিযানে একটি পিস্তল, ছয় রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ইয়াবা ও হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





