বগুড়ায় ‘ফেল’, ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না | ছবি: এখন টিভি
0

ঢাকা-১৮ সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামা ও আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্যতায় প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও সংশোধিত ডকুমেন্টস যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

আজ (শনিবার, ৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে।

এর আগে বগুড়া-২ আসনে জমা দেয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রির্টার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন:

বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় অসংগতি কারণ উল্লেখ করে প্রার্থিতা বাতিল করা হয়। যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।

আজ বিকেলে ঢাকায় মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করবো। প্রার্থিতা বাদ দেয়া নির্বাচন কমিশনের কাজ নয়। তাদের সহায়তা করাই মূল কাজ।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক নাগরিক ঐক্য। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনে সমর্থন দেয় বিএনপি। কিন্তু ঢাকা-১৮ আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানান তিনি।

এসএইচ