মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
আরও পড়ুন:
চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি।





