আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয় দেখানোর উদ্দেশে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানে এসব সহিংসতা পূর্বপরিকল্পিত, যা কেবল কূটনৈতিকদের নিরাপত্তাকেই বিপন্ন করে না বরং পারস্পরিক শান্তি ও সহনশীলতার নীতিকে অমর্যাদার শামিল। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা, এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ও কূটনৈতিক শিষ্টাচার মেনে ভারত বাংলাদেশের হাইকমিশনসহ সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে আশাবাদ ঢাকার।





