ভারতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অগ্নিসংযোগের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
2

ভারতের হিন্দুত্ববাদী চরমপন্থি সংগঠন গত শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে যে কর্মসূচি পালন করেছে এবং গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) শিলিগুরিতে বাংলাদেশ ভিসা সেন্টারে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা।

আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন:

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয় দেখানোর উদ্দেশে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানে এসব সহিংসতা পূর্বপরিকল্পিত, যা কেবল কূটনৈতিকদের নিরাপত্তাকেই বিপন্ন করে না বরং পারস্পরিক শান্তি ও সহনশীলতার নীতিকে অমর্যাদার শামিল। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা, এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ও কূটনৈতিক শিষ্টাচার মেনে ভারত বাংলাদেশের হাইকমিশনসহ সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে আশাবাদ ঢাকার।

এসএস