কুষ্টিয়ার খোকসায় যুবককে গুলি করে কুপিয়ে জখম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি : সংগৃহীত
0

কুষ্টিয়ার খোকসায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি করে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেল ৪টায় ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাপ্পু উপজেলার কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে ভাড়া বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন:

আহত পাপ্পুর বাবা জানান, তার ছেলেকে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করা হয়েছে। দুটি গুলি পা ভেদ করেছে এবং একটি হাঁটুর ভেতরে আটকে আছে। হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

হাসপাতালের আরএমও হোসেন ইমাম বলেন, ‘গুলিবিদ্ধ পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে এবং হাসপাতালেই চিকিৎসা সম্ভব।’

খোকসা থানার (ওসি) মোতালেব হোসেন জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে।

ইএ