গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্ত!

আহত রুবেল মিয়া
আহত রুবেল মিয়া | ছবি: সংগৃহীত
0

গাইবান্ধায় দিনের বেলায় প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের হাতের কব্জি কেটে নেয় দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত রুবেল সদর উপজেলার মহুরি পাড়ার বাসিন্দা মোকাব্বর মিয়ার ছেলে।

জানা যায়, রুবেল মিয়া তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। সেসময় মোশারফের পূর্বশত্রু বাবুসহ পাঁচজন রুবেলকে অতর্কিতভাবে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। এরপর স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন:

রুবেলের বন্ধু মোশারফ বলেন, ‘আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করলো। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে ওরা।’

রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, ‘যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কব্জি কেটে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ঘটনায় সদর থানায় রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ সদর থানায় দায়ের করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি সত্যতা পেয়েছি। ডান হাতের কব্জিটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এসএস