নগরের ঢোলাদিয়া এলাকায় ডাকসুর সদস্য রাফিয়ার পরিবার নিজস্ব বাসায় বসবাস করেন। তার মা জিন্নাত মহল খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল রাতে তার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আজ বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন:
খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, যুবশক্তির নেতাকর্মীরা রাফিয়ার বাড়িতে এসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’





