গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো সানি আহম্মেদ সামির (২১), ইমন (২২), রিশাদ (২৩) ও আরিফ হোসেন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি ডামি রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
র্যাব জানায়, সম্প্রতি ব্লগার জিক্সার জিসানের বাইক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। প্রাথমিকভাবে জানা যায় সামির–তৈয়ব–রানা চক্র ওই ডাকাতিতে জড়িত।
চক্রটি নতুন অস্ত্র কেনা-বেচা করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





