৩০০ ফিটে ‘ফিল্মি স্টাইলে’ ডাকাতি; ডামি রিভলভারসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার হওয়া চারজন
গ্রেপ্তার হওয়া চারজন | ছবি: এখন টিভি
5

রাজধানীর তিনশো ফিট এলাকায় ‘ফিল্মি স্টাইলে’ বাইক ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ডাকাত চক্রের চার সদস্যকে ডামি রিভলভারসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাতে ঢাকার বাড্ডায় র‍্যাব-১১ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো সানি আহম্মেদ সামির (২১), ইমন (২২), রিশাদ (২৩) ও আরিফ হোসেন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি ডামি রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

র‍্যাব জানায়, সম্প্রতি ব্লগার জিক্সার জিসানের বাইক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। প্রাথমিকভাবে জানা যায় সামির–তৈয়ব–রানা চক্র ওই ডাকাতিতে জড়িত।

চক্রটি নতুন অস্ত্র কেনা-বেচা করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এসএস