হাসপাতালের স্টাফের ওপর এমন হামলা করা অভিযুক্তদের আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ভেতর গ্রেপ্তার না হলে মানববন্ধনসহ কর্মবিরতির ডাক দেবেন বলে হুঁশিয়ার দিয়েছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
হাসপাতালের এক্স-রে রুমে থাকা মারধরের শিকার হওয়া পিয়াল হোসেন বলেন, ‘আজকে অন্যায়ভাবে আমাকে মারধর করা হয়েছে। অথচ আমার কোনো অপরাধ ছিল না। আশা করি আমাকে যারা মারধর করেছে সেই সকল আসামিদের পুলিশ দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে।’
আরও পড়ুন:
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকে সিরিয়াল ভেঙে এক্স-রে না করায় হাসপাতালের এক্সরের রুমে ডুকে যেভাবে হাসপাতালের স্টাফকে মারধর করা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে আমরা কর্মকর্তা কর্মচারিরা সবাই মিলে কর্মবিরতি কর্মসূচি দিতে বাধ্য হবো।’
তবে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন, হাসপাতালের ভেতরে ঢুকে যারা এমন হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ এরই মধ্যে অভিযান চালাচ্ছে।





