জাতীয় ঈদগাহের পাশে খণ্ডিত মরদেহ: হানিট্র্যাপ দিয়ে মুক্তিপণ আদায় হত্যাকাণ্ডের মূল কারণ

উদ্ধার করা খণ্ডিত মরদেহ
উদ্ধার করা খণ্ডিত মরদেহ | ছবি: এখন টিভি
0

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, হানিট্র্যাপ দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় ছিলো এ হত্যাকাণ্ডের মূল কারণ।

সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

কোহিনুরকে দিয়ে হানিট্র্যাপ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় এ হত্যাকাণ্ডের মূল কারণ ছিলো বলেও জানায় র‌্যাব। যদিও জরেজকে জিজ্ঞাসা না করা পর্যন্ত এ হত্যাকাণ্ডের মূল মটিভ জানা যাবে না বলে মন্তব্য করেছেন র্যাব কর্মকর্তা।

হত্যার পর হাইকোর্টের পাশে কেন ফেলে গেলো তারও কারণ অনুসন্ধান করছে র্যাব।

এর আগে গতকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) রাতে জরেজুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

এসএস