বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরের এনায়েত বাজারের কসাই পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতের বন্ধু ইমন জানান, রাত একটার দিকে তাকে ফোন করে ডেকে নেন আকাশ। পরে তাকে নিয়ে এনায়েত বাজারের কসাইপাড়ার একটি গলিতে প্রবেশ করেন। ইমনের দাবি, গলির মুখে দার করিয়ে টাকা আনতে যান আকাশ।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর আকাশ না আসায় ইমন ভিতরে গিয়ে দেখেন কয়েকজন যুবক মিলে তাকে এলোপাতাড়ি আঘাত করছে। তাদের মধ্যে একজন তার পায়ে বেপরোয়া ছুরিকাঘাত করে।
আরও পড়ুন:
তাদের মধ্যে একজন যুবকের নাম জনি বলে জানিয়েছেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে ওই যুবকেরা ছুরি দেখালে সে পালিয়ে বন্ধুকে রেখে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় বলে দাবি তার।
পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ নগরের এনায়েত বাজার জুবিলি রোডের স্থানীয় বাসিন্দা। নগরের রেয়াজুদ্দিন বাজারে পারিবারিকভাবে তাদের তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।
এ ঘটনায় হতবাক ও শোকে কাতর পরিবয়ারের সদস্যরা এমন হত্যার বিচার চেয়েছে।





