আজ (বুধবার, ১২ নভেম্বর) ভোরে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ককটেল পেট্রোল ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)।
আরও পড়ুন:
আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচির নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।





