এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, একজন আহত

একটি অবিস্ফোরিত ককটেল
একটি অবিস্ফোরিত ককটেল | ছবি: সংগৃহীত
0

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সিএনজি চালক আহত হয়েছে। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) রাত ১১টায় এনসিপির কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।

এরপরই কার্যালয়ের সামনে এনসিপি কর্মীসমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। ককটেল নিক্ষেপ করেছে এমন সন্দেহে ধাওয়া করে দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করে দলটির কর্মীরা।

আরও পড়ুন:

এসময় আটক করা দুজনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হয়। এঘটনার পর বাংলামোটর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে অবিস্ফোরিত ককটেলটি ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়।

এসএস