গ্রেপ্তারকৃতরা হলেন- সামিউল ইসলাম (২০), সাগর আলী (৪০) ও ফজলুল হক (৩২)। তাদের সবার বাড়ি ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। সন্ধ্যায় আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন:
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় তল্লাশি অভিযান চালায়। এসময় একটি গাড়িতে তল্লাশি করে এক হাজার ৭৯০ প্যাকেট ওরিস ব্র্যান্ডের সিগারেট, ৭৯০ প্যাকেট মন্ড, চার হাজার ৮০০ প্যাকেট প্যাটরন এবং ৪৭০ প্যাকেট এক্সএসও ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।
ওসি আরও জানান, বৈধ কাগজপত্র না থাকায় সিগারেটগুলো জব্দ করা হয়। পাশাপাশি সিগারেট বহনকারী গাড়িটিও জব্দসহ তিন আরোহীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।





