নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান-জরিমানা

অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান
অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে নামহীন একটি পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও জেলা প্রশাসন। এসময় প্রায় ৮২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ। অবৈধ উৎপাদনের দায়ে কারখানার ৭০ হাজার টাকা জরিমানা, উৎপাদন বন্ধ ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কাশীপুরের ডিক্রীরচর খেয়াঘাট সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসীন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন- র‍্যাবের এএসপি আল মাসুদ খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ।

আরও পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহসীন কবির বলেন, ‘পরিবেশ আইন লঙ্ঘন করে নামহীন প্রতিষ্ঠানটি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। প্রথম দফায় অপরাধ হওয়ায় পরিবেশ আইনে প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

স্থানীয়রা জানায়, কারখানার মালিক সেলিম ও তার স্ত্রী খুকি বেগম গোপনে দীর্ঘদিন ধরে এলাকায় পলিথিন উৎপাদন করে আসছে।

এসএস