সমুদ্রগামী জেলের নতুন জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

পুড়ে যাওয়া জালের সামনে এলাকাবাসীর অবস্থান
পুড়ে যাওয়া জালের সামনে এলাকাবাসীর অবস্থান | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা এলাকায় এক সমুদ্রগামী জেলের নতুন ১১টি মাছ ধরার জাল পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলে।

জানা গেছে, চাকলা গ্রামের মো. খায়রুজ্জামান বিশ্বাস (পিতা নূর মোহাম্মদ বিশ্বাস) দীর্ঘদিন ধরে সমুদ্রগামী মাছ ধরার নৌকায় জেলে হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি নতুন ১১টি মাছ ধরার জাল তৈরি করেন। প্রতিটি জালের দাম দেড় থেকে দুই লাখ টাকা।

খায়রুজ্জামান বিশ্বাস জানান, রাত আনুমানিক তিনটার দিকে কে বা কারা আমার বাড়ির পাশে রাখা জালগুলোতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সব জাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, ‘সমুদ্রে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চরে যাব বলে, সুদের টাকায় এ জালগুলো তৈরি করা। এ দিয়েই আমার জীবিকা চলত। সবকিছু পুড়ে যাওয়ায় এখন আমি দিশেহারা হয়ে গেছি। কে বা কারা এমন করল, তা বুঝতে পারছি না।’

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব জাল পুড়ে যায়। স্থানীয়রা বলেন, এটি পরিকল্পিত হতে পারে। একজন পরিশ্রমী জেলের জীবনের সবকিছু শেষ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ