আজ (শনিবার, ১১ অক্টোবর) দুপুরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে তাদের আটক করে সেনাবাহিনী।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে সব ধরনের যানবাহন তল্লাশি শুরু করে সেনা সদস্যরা। তবে একটি মোটরসাইকেল চেকপোস্ট দেখে ইউটার্ন নিয়ে পালাতে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সঙ্গে মিলিয়ে সেনাসদস্যরা দুজনকে শনাক্ত করেন। তারা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।





