শেখ হাসিনার নির্দেশেই বিরোধীমতের লোকেদের গুম করা হতো বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। সকালেই ট্রাইবুনালে আসেন গুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে ট্রাইবুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে দুইজন সামরিক কর্মকর্তা ও দুইজন পুলিশের কর্মকর্তা।
আরও পড়ুন:
গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল জুলাইতে আন্দোলনকারীদের টার্গেট করে, পাখির মতো গুলি করে হত্যা করেন। তিনি একাই একদিনে ৬০ রাউন্ড গুলি ছোড়েন। যাতে হতাহত হয় অনেকেই।
এছাড়া শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সবশেষ সাক্ষীর জেরা চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ।
আর আশুলিয়াতে ছয়টি মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ। সকালেই আসামিদের ট্রাইবুনালে হাজির করা হয়েছে।





