সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ধর্মপাশা থানা
ধর্মপাশা থানা | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত শরীফা আক্তার (২৮) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফা আক্তার। এর মধ্যে তাদের একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে আছে। কিন্তু গত এক বছর আগে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন। আজ মামলার হাজিরার দিন ছিল।

আরও পড়ুন:

হাজিরা দিতে এসে এক পর্যায়ে আদালত প্রাঙ্গণের সামনে আক্তার হোসেন শরীফা আক্তারকে ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করেন। আহত শরীফা আক্তারকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেন আটক করা হয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে।’

এসএস