পূজামণ্ডপে গিয়েছিল দুই পরিবার, ফিরে দেখলো ফ্ল্যাট তছনছ

কুষ্টিয়ায় দুই পরিবার চুরির শিকার
কুষ্টিয়ায় দুই পরিবার চুরির শিকার | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় পূজামণ্ডপ দেখতে গিয়ে চুরির শিকার হয়েছেন একই ভবনের দুই ভাড়াটিয়া পরিবার। গতকাল (বুধবার, ১ সেপ্টেম্বর) নবমীর রাতে তারা বাইরে থাকাকালে দুর্বৃত্তরা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী আইনজীবী প্রবীর স্যানাল জানান, তিনি রাতে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা, ঘরের আসবাবপত্র এলোমেলো। আলমারি থেকে প্রায় ১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়।

তিনি জানান, একই ভবনের অপর ভাড়াটিয়া মৃত্যু রঞ্জন সরকারের নগদ ৩৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে চোর দলের সদস্যরা।

আরও পড়ুন:

পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার সাপল ও সেলাই রেঞ্জ জব্দ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এসএইচ