আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সকাল ৮টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। গ্রেপ্তারকৃত সাগর দাস হলেন ঘোড়াঘাট পৌর শহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হেরোইন বিক্রির সময় আটক হয় সাগর। এসময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে সাজা থেকে বাঁচতে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
আরও পড়ুন:
এরপর দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত চলতি বছর মার্চে সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাব-১ এর সহযোগিতায় গতকাল রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে আজ ভোর সাড়ে ৩টায় ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। আজ সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’





