শারদীয় দুর্গাপুজায় নাশকতার চেষ্টা, ১৯ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান
র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান | ছবি: এখন টিভি
2

সারা দেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টা চালানোয় জড়িত ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। আগামী দিনে যেন কোনো বাঁধা বা বিপত্তি ছাড়া সব ধর্মের উৎসব পালিত হয়, সে জন্য র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।’

আরও পড়ুন:

এর আগে র‌্যাব মহাপরিচালক পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলসহ অন্যরা।

এসএস