বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রাহুল সরকার
রাহুল সরকার | ছবি: সংগৃহীত
0

বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামে দুষ্কৃতকারীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। ঘটনা ঘটে আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে। নিহত রাহুল সরকার ছিলেন শাহজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুস সোবাহেনের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার একটি ফাঁকা বাড়িতে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন।

পুকুরে মাছ চাষের জন্য দুপুরের দিকে রাহুল সরকার ওই এলাকায় যান। কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর রাহুল গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।

এসএস