চট্টগ্রামের হালিশহরে গ্রিল কেটে বাসায় ডাকাতি, হামলায় বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে ডাকাতি ও হামলায় নারীর মৃত্যু
চট্টগ্রামে ডাকাতি ও হামলায় নারীর মৃত্যু | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হালিশহরের মহুরিপাড়ায় জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম লুৎফুন্নেছা। তিনি সন্দীপের মুছাপুরের বাসিন্দা। গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, গৃহকর্তা রবিউল আলম প্রবাসী। তার ঘরে স্ত্রী ও দুই শিশু সন্তান থাকেন। গ্রামের বাড়ি সন্দীপ থেকে চিকিৎসার জন্য মেয়ের বাসায় এসেছিলেন বৃদ্ধা মা লুৎফুন্নেছা। রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুই ডাকাত। এসময় ডাকাতদের কাছে ছুরি ও দেশিয় অস্ত্র ছিল। ঘটনায় লুৎফুন্নেছা চিৎকার করলে তাকে হাতে ছুরিকাঘাত ও মুখে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনাস্থলেই লুৎফুন্নেছার মৃত্যু হয়।

আরও পড়ুন:

স্বজনরা আরও জানান, ভবনের নিচতলায় গ্রিল কেটে ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণ, প্রায় এক লাখ টাকা ও চারটি মোবাইল নিয়ে যায়। এসময় তারা ওপরে আরেকটি বাসায় ডাকাতির চেষ্টাও করে বলে অভিযোগ স্বজনদের। সিসিটিভির ফুটেজে ভোর রাতে ডাকাতি শেষে দুই যুবকের চলে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।

ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন স্বজনরা। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে হালিশহর থানা পুলিশ।

এফএস