এতে বলা হয়, দেশব্যাপী গত সাত দিনে নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ৮৬৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ১৩৩ কেজি মাছ, ৩২০ কেজি জেলি-যুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ২১২টি ঝোপঝাড় ধ্বংস এবং ১ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
নৌপুলিশের এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ছয়টি ড্রেজার জব্দ করা হয়।
এ অভিযানে ২৬৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৩৪টি মৎস্য আইন, ১২টি বেপরোয়া গতি, সাতটি বালুমহাল আইন, চারটি অপমৃত্যু, একটি করে চুরি, মাদক ও হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের করা হয়।
এছাড়া জব্দকৃত অবৈধ জাল ও জেলি-যুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।





