নিহত সাজিদুল ইসলাম জোলাপাড়া এলাকার মৃত অছির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাজিদুল নিজ শয়নকক্ষে বালিশের নিচে ছয় হাজার টাকা রেখেছিলেন কিন্তু খুঁজতে গিয়ে টাকা না পেয়ে মাকে জিজ্ঞেস করেন তিনি। এসময় তার মা তাকে বলেন, রায়হান ও নুরুন্নবী নামের দুইজন প্রবেশ করেছিলেন। বিকেলে ওই দুজনকে টাকার বিষয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাজিদুল লুটিয়ে পড়েন মাটিতে।
আরও পড়ুন:
একপর্যায়ে স্থানীয়রা সাজিদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর পাঠান। সন্ধ্যায় দিনাজপুরে নেয়ার পথে অবস্থার অবনতি ঘটলে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’





