পুলিশ জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হলেও তার সঙ্গে থাকা সবদর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
পরে এ ঘটনায় গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহত জমিরুল হক জুয়েলের স্ত্রী মেহেরুন আক্তার মেহেদী বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন দিন পর মোবাইল ট্র্যাকিং করে চট্টগ্রাম থেকে ঘাতক প্রাইভেট কার চালক সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, ‘জেলার শান্তিগঞ্জের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আজকে ঘাতক চালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।’





