সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কুমিল্লায় রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ১ যুবকের মরদেহ উদ্ধারের পরই পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব।
ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত শেষে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-১১। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে তারা।
মৃত দুলালের তালাকপ্রাপ্ত স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়ার পরিকল্পনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ ঘটনায় মরদেহ গুম করার কাজে ব্যবহার করা ১টি নোয়া গাড়ি জব্দ করেছে র্যাব-১১।





