ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ

ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ
ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এগুলো জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে দুই হাজার ৭৫০ কেজি পলিপ্রোপিলিন জব্দ করা হয়।

আরও পড়ুন:

তিনি জানান, উন্নতমানের পলিপ্রোপিলিনগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি জব্দকৃত চোরাইপণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়া চলছে।

এসএস