মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দুই মাদক কারবারি গ্রেপ্তার
দুই মাদক কারবারি গ্রেপ্তার | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে গতকাল (রোববার, ৮ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাঁকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারী গ্রামের সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২) এবং ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার সেতারা বেগম (৪৫)।

পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। রোববার রাতে অভিযান চালিয়ে সায়েদের কাছ থেকে ৩০০ পিস এবং সেতারার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

এসএস