মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

আটক হওয়া বিএনপি নেতা মো. সোহাগ শিকদার
আটক হওয়া বিএনপি নেতা মো. সোহাগ শিকদার | ছবি: এখন টিভি
1

মানিকগঞ্জ সদর উপজেলায় গাঁজাসহ মো. সোহাগ শিকদার (৩৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সোহাগ শিকদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মোবাইল কোর্টে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত সোহাগ শিকদার মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে। তিনি হাটিপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ. সাধারণ সম্পাদক ও স্থানীয় বরুন্ডী প্রগতি সংঘের সভাপতি।

আরও পড়ুন:

সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ শিকদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন সোহাগকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এ ঘটনায় হাটিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবুল মিয়া বলেন, ‘ব্যক্তির দায় দল বহন করবে না। বিষয়টি জানার পরপরই আমি দপ্তরে জানিয়েছি। তারা আমাদেরকে দরখাস্ত দিতে বলেছেন। তারপরই তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হবে।’

এএইচ