আজ বিকেল সাড়ে ৪টায় তাদেরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া দুই নেতারা হলেন— শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু এবং মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে মেহেরাব খান।
তারা দু’জনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ২১ মে) মো. আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’





