আজ (রোববার, ৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে র্যাবের একটি অভিযানিক দল নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোস্ট স্থাপন করে।
এসময় সন্দেহজনক একটি মেরুন রঙের প্রাইভেটে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরো সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।
এদিকে আটককৃত মাদক কারবারিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানাই র্যাব।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হয়ে যেতে প্রেরণ করা হয়েছে।