নেত্রকোণায় চুরি যাওয়া শটগান ও কার্তুজ উদ্ধার

উদ্ধার হওয়া শটগান ও কার্তুজ
উদ্ধার হওয়া শটগান ও কার্তুজ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় চুরি যাওয়া ১টি শটগান সহ ১০টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে পশ্চিম সাতপাই এলাকার জনৈক শহীদ মিয়ার মালিকানাধীন বাসার পূর্ব পাশে খোলা টয়লেটের ট্যাংকির পাশে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া শটগান ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় উদ্ধারকৃত শটগান ও কার্তুজ শহরের পশ্চিম সাতপাই নিবাসী অবসরপ্রাপ্ত মো. কামরুজ্জামান নামের এক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের লাইসেন্সকৃত।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত (দায়িত্বপ্রাপ্ত) ওসি চম্পক দাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদী নিজেই এসে খবর দিলে আমরা গিয়ে বাদীর বাড়ির পেছনে টয়লেটের ওপর থেকে চুরি হওয়া অস্ত্র উদ্ধার করি।’

তিনি আরও জানান, এর আগে ৩০ নভেম্বর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন বাদী ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে চোর ভাড়াটে ঘরের ভেন্টিলেটর দিয়ে ঢুকে অস্ত্র নিয়ে চুরি করে রান্না ঘর দিয়ে বেরিয়ে যায়।

লাইসেন্স করা শটগানটি মেইড ইন তুর্কি। এটির দাম ধরা হয় ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও আটআনা ওজনের স্বর্ণের চেইন ও কাপড় চোপড়সহ অন্যান্য মালামাল এবং ভাড়াটিয়ারও প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল চুরির বিষয়টি মামলায় উল্লেখ করেছেন। ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যে বা যারাই জড়িত থাকুক না কেনো আমরা আইনের আওতায় আনতে কাজ করছি।

এএইচ