হাতিরঝিলে ইয়াবার সবচেয়ে বড় চালানসহ আটক ৪

অপরাধ ও আদালত
0

রাজধানীর হাতিরঝিল থেকে সাম্প্রতিক সময়ে ইয়াবার সবচেয়ে বড় চালানসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ (শনিবার, ২২ মার্চ) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জব্দ করা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবার বাজার মূল্য ৫ কোটি টাকা। আটক ৪ জনের মধ্যে একজন নারীও রয়েছে।

ইয়াবা বহনকারী একটি গাড়িও জব্দ করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, ঈদ ঘিরে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পরিকল্পনা ছিল কারবারিদের।

বায়িং হাউস ও আবাসন খাতের ব্যবসার আড়ালে চলে আসছিলো এই ইয়াবার ব্যবসা।

ইএ