এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৮২ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবার চালানটি তিনি ঢাকা থেকে যশোরের বাগআঁচড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, টহলদল গোপন তথ্য পেয়ে দাইতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তা থেকে সন্দেহজনক এক যুবককে আটক করে।
পরে তল্লাশিতে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৩ হাজার ৭৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। জব্দ ইয়াবার দাম ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।





