পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামিরা
ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামিরা | ছবি: সংগৃহীত
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগের পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো— মো. রফিক (৬৩), মোসা. শামসুন্নাহার মুন্নি (৪০) এবং রাসনা আক্তার (৪২)।

ডিবি গুলশান বিভাগের সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর)রাত আনুমানিক ১১টায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ মো. রফিককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

অপরদিকে, আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ মোসা. শামসুন্নাহার মুন্নিকে আটক করা হয়। একই রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটে কল্যাণপুর, দারুস সালাম থানার এলাকায় পৃথক অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ রাসনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তাররা সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনএইচ