জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দামকে গ্রেপ্তার করে। পরে তাকে কুড়িগ্রামে নিয়ে এসে সদর থানা হাজতে রাখা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের অফিসার ও ওসি ডিবি মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাদ্দামের বিরুদ্ধে আশিক হত্যায় দায়ের করা কুড়িগ্রাম থানায় বিভিন্ন ধারায় পেনাল কোডসহ একাধিক মামলা রয়েছে।'