নারী সাংবাদিককে ধর্ষণ: আসামি এনামুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দেশে এখন
অপরাধ ও আদালত
0

রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গতকাল (মঙ্গলবার, ১৮ মার্চ) রাতে গ্রেপ্তার হওয়া দুই আসামি এনামুল হক ও হামিদুর রহমানকে আজ (বুধবার, ১৯ মার্চ) বিকেলে তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

আসামি হামিদুর রহমানকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার নথি আদালতে না আসায় শুনানি হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, সংঘবদ্ধ একটি অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় গত সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পল্লবী মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র ভুক্তভোগী নারী সাংবাদিককে চারদিক থেকে ঘিরে ফেলে দুর্বৃত্তরা।

এক পর্যায়ে পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী।

এসএস