‌‌‘আ.লীগের নেতাকর্মীরা আদালতে এলেই বলেন- তারা রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিছেন’

‌‌‘আ.লীগের নেতাকর্মীরা আদালতে এলেই বলেন তারা রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিছেন’ | এখন
0

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে এলেই দাবি করেন তারা রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিয়েছেন। আজ (বুধবার, ১৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলার শুনানি শেষে তিনি এ কথা বলেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৩ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

আজ (বুধবার, ১৯ মার্চ) সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত।

এছাড়া এদিন যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওমর ফারুক ফারুকী বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে এলেই বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিছেন। অথচ দেশের জনগণ দেখেছে তারা কিভাবে আন্দোলন দমনে মাঠে ছিল।’

এদিন শুনানির সময় আদালতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এজলাসে বেশি কথা বললে আমাদের মক্কেলদের রিমান্ড বেড়ে যায়।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আওয়ামী লীগ আমলে বিরোধীদলের নেতাকর্মীদের বেশি রিমান্ড দিতো। এখন ১০ দিন রিমান্ড চাইলে ২ দিন রিমান্ড দেয়। আমরা বলছি না, কেনো কোর্ট রিমান্ড কম দিচ্ছে। আদালত তার আইন মতো চলবে। তবে আসামি পক্ষের আইনজীবীদের এমন কথা জনগণের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের আমলে আসামিদের কোর্টে তোলার আগে মারধর করা হতো, হাটতে পারতেন না।’

এএইচ