নাটোরের সেই বরখাস্ত পুলিশ সুপারের জামিন নামঞ্জুর

নাটোরে বরখাস্তকৃত পুলিশ সুপারের জামিন না মঞ্জুর | এখন
0

এখন টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) নাটোরের চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা।

এ সময় বিচারক দীর্ঘ শুনানি শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করেন। তবে আসামি ছাড়াই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এর আগে গত ১১ মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক এখন টিভির ক্যামেরাসহ বেশে কয়েকটি গণমাধ্যমের ক্যামেরার ওপর হামলা করেন।

এতে হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীবব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ইএ