শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পাহাড়তলী থানার রানী রাস মনিঘাট গোলচত্বর এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়।
এ সময় একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ডগুলিসহ জামাল ও মাঈনুর নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় বেশ ক'জন দুর্বৃত্ত।
এসময় সেখান থেকে ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলভার পাহাড়তলী থানার লুট হওয়া অস্ত্র বলে জানায় পুলিশ।