নেত্রকোণায় ভারতীয় মদ পাচারকালে আটক ৩

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মদ পাচারকালে স্বামী-স্ত্রী সহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) রাতে নলুয়াপাড়া বিওপির নায়েক মো. আব্দুল লতিফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও জব্দকৃত মদসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে সকালে উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছা. তানিয়া (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মো. সুমন (২২)।

বিজিবি জানায়, রোববার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি টহল দল নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১১৫৯ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক স্থানে তিনজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিজিবি মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। আগামীকাল (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এএইচ