অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' এর পঞ্চম দিন চলছে। এর আগে বুধবারও (১২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। নোয়াখালীর পাঁচটি উপজেলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

এতে স্থানীয় শীর্ষ সন্ত্রাসীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীতে এই পর্যন্ত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গাজীপুরে অভিযান চালিয়ে মহানগর পুলিশ ১৪ জন ও জেলা পুলিশ নয়জনকে আটক করা হয়েছে।

এ নিয়ে গত পাঁচদিনে আটক মোট ৩৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১৩ জন, জামালপুরে ৬ জন, সাতক্ষীরায় ১৬ জন ও পাবনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস