গণহত্যার মামলায় সাবেক প্রতিমন্ত্রী, পুলিশসহ অভিযুক্তদের রিমান্ড

৯ আসামিকে কারাগারে প্রেরণ

অপরাধ ও আদালত
0

জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজনসহ ৩ জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এছাড়াও ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল আল মামুন ও ধীরেন্দ্র নাথ শম্ভুকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান একই আদালত।

এছাড়াও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই মামলায় ১০ দিন ও সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যাতিকে ৭ রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত।

এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় কামাল আহমেদ মজুমদার, দিলীপ কুমার আগারওয়ালান ও আবুল হাসানকে।

এএইচ