সাবেক মেয়র আতিককে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অপরাধ ও আদালত
0

উত্তরায় গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতিরা এই আদেশ দেন। আগামী, ১৭ ফেব্রুয়ারি সাবেক মেয়র আনিসুল ইসলামসহ ৫ জন আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। সেইসাথে, এক পুলিশ কর্মকর্তা কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয়বারের মত সংশোধন করা ট্রাইব্যুনাল আইনে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে।

ইএ