রাঙামাটিতে পৌর আ.লীগ সম্পাদক মনসুর আলীসহ আটক ৩

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক অপর ২ জন হলেন সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ জালাল মাঝি ও পৌর শ্রমিক লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলা মিয়া।

আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিকালে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।

জানা যায়, এদিন বিকালে রাঙামাটি শহরের রিজার্ভমুখ নাপ্পিঘাটা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীকে। পরে তাকে ডিবি পুলিশের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়া শহরের রিজার্ভ বাজার এলাকায় পৃথক অভিযানে দুই শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে। পরে আটকদের রাঙামাটি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় বলে জানান জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দোস মোহাম্মদ।

এর আগে শহরের রিজার্ভ বাজার ইন্দ্রপুরি সিনেমা হল সংলগ্ন এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের বাসভবনেও অভিযান চালায় পুলিশ। কিন্তু তার আগে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে শহরসহ জেলায় অভিযান শুরু হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন- আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ