আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রসিকিউশনের পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের মামলার তদন্তের স্বার্থে, নথিপত্র যাচাইয়ে তল্লাশি ও জব্দের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এ তিনটি আদেশের ফলে মামলার কার্যক্রমে গতি বাড়বে।